উত্তর : প্রথমতঃ মসজিদ ইবাদতের জন্য নির্ধারিত স্থান। দ্বিতীয়ত ‘দু‘আ মাহফিল’, দু‘আ একান্ত ব্যক্তিগত বিষয়। সামষ্টিকভাবে আয়োজন করা শরী‘আত সম্মত নয়। তাই ব্যানার লিখার বিষয়টি আগে খেয়াল করা উচিত। কারণ কোন বিদ‘আতী অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা তার সাক্ষী হওয়া একজন মুমিনের জন্য উচিত নয়। রাসূল (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি এমন আমল করল যা আমাদের পক্ষ থেকে শারঈ নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। তবে মানব কল্যাণ এবং ছায়েমদের জানানোর লক্ষ্যে ক্ষণিকের জন্য এগুলো ঝুলানোতে শারঈ কোন সমস্যা নেই। যেমন ‘ইফতার মাহফিল ও আলোচনা সভা’ নাম দেয়া যেতে পারে।
প্রশ্নকারী : নাসিরুদ্দীন ফয়সাল, সিলেট।