উত্তর : এত পরে ছালাত আদায় করলে আওয়াল ওয়াক্ত থাকবে না। আওয়াল ওয়াক্তের ফযীলতও পাওয়া যাবে না। প্রত্যেক মুছল্লীর উচিত ছালাতের সময় হয়ে গেলে ১৫/২০ মিনিটের মধ্যে ছালাত আদায় করে নেয়া (ফাতাওয়া ইবনে বায; আশ-শারহুল মুম্তি‘ ২/১০৩ পৃ.)। আল্লাহ তা‘আলা এবং রাসূল (ﷺ) আওয়াল ওয়াক্তে ছালাত আদায়ের নির্দেশ প্রদান করেছেন এবং জান্নাত দানের ওয়াদা করেছেন (সূরা আল-বাক্বারাহ: ২৩৮; সূরা আন-নিসা: ১০৩; সূরা আল-মু’মিনূন: ৯; আবূ দাঊদ, হা/৪৩০, সনদ হাসান)।
প্রশ্নকারী : হাফেয ফয়সাল, খুলনা।