উত্তর : হাদীছটি জাল (ত্বাবারাণী আওসাত্ব, হা/৪৯৯৭; সিলসিলা যঈফাহ, হা/৫৪২)। তবে নিম্নের হাদীছটি ছহীহ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা হজ্জ ও ওমরাহ কর। হজ্জ-ওমরাহ মানুষের দরিদ্রতা দূর করে ও পাপ মিটিয়ে দেয়, যেভাবে হাপর সোনা ও লোহার মরিচা দূর করে। আর কবুল হজ্জের নেকী হল জান্নাত’ (তিরমিযী, হা/৮১০; মিশকাত, হা/২৫২৪, সনদ ছহীহ)। অন্যত্র বর্ণিত হয়েছে, ‘ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ্জ করল এবং স্ত্রী সহবাস, যাবতীয় অশ্লীল কর্ম ও গালমন্দ থেকে বিরত থাকল, সে ঐদিনের মত হয়ে প্রত্যাবর্তন করল, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল’ (ছহীহ বুখারী, হা/১৫২১, ১/২০৬ পৃ.; ছহীহ মুসলিম, হা/১৩৫০ (ইফাবা হা/৩১৫৭); মিশকাত, হা/২৫০৭; বঙ্গানুবাদ মিশকাত, হা/২৩৯৩, ৫ম খণ্ড, পৃ. ১৭৬)।