উত্তর : একাধিকও দেখা যেতে পারে। তবে বিষয়টি নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ তা‘আলা বলেন, قُلۡ اِنۡ تُخۡفُوۡا مَا فِیۡ صُدُوۡرِکُمۡ اَوۡ تُبۡدُوۡہُ یَعۡلَمۡہُ اللّٰہُ ‘(হে নবী!) আপনি বলুন, তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখ কিংবা প্রকাশ কর, আল্লাহ তা অবগত আছেন’ (সূরা আলে ইমরান : ২৯)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ ‘যাবতীয় কার্য নিয়ত বা সংকল্পের উপর নির্ভরশীল’ (ছহীহ বুখারী, হা/১, ৫৪, ২৫২৯, ৩৮৯৮, ৫০৭০, ৬৬৮৯, ৬৯৫৩)। প্রত্যেক স্থানে এই হাদীছটি উল্লেখ করার উদ্দেশ্য হল কর্মের বিশুদ্ধতা ও কর্মের প্রতিদান নিয়তের সাথে সম্পৃক্ত সে কথা প্রমাণ করা’ (ছহীহ মুসলিম, হা/১৯০৭)। অতএব মেয়ে দেখাই যেন উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য হবে সৎ পাত্রীর সাথে বিবাহ বন্ধবে আবদ্ধ হওয়া।
প্রশ্নকারী : সেলিমুদ্দীন, ফটিকছড়ি, খাগড়াছড়ি।