উত্তর : দাওয়াতের ক্ষেত্রে মুত্তাকী বা পরহেযগার ব্যক্তিদের নির্বাচন করা উচিত। রাসূল (ﷺ) বলেন, ‘মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না এবং মুত্তাকী ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন তোমার খাবার না খায়’ (আবূ দাঊদ, হা/৪৮৩৪)। তবে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানোর বিষয়টি ভিন্ন। ক্ষুধার্ত যে কেউ হতে পারে। মসজিদের ইমাম, খত্বীব, মুত্তাক্বী যেকোন ব্যক্তিকে দাওয়াত দেয়া যেতে পারে। রাসূল (ﷺ) বলেন, ‘যে ওয়ালীমায় ধনীদের দাওয়াত দেয়া এবং গরীবদের উপেক্ষা করা হয়, তা সবচেয়ে নিকৃষ্ট ওয়ালীমা (ছহীহ মুসলিম, হা/১৪৩২)।
প্রশ্নকারী : ফারজানা, ওসমানীনগর, সিলেট।