উত্তর : ঈমান অর্থ বিশ্বাস । ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। আর ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। ইসলাম ও ঈমান যখন পৃথক পৃথকভাবে উল্লেখিত হয়, তখন উভয়টি দ্বারা পুরো দ্বীন ইসলামকেই বুঝায়। আর যখন একত্রে উল্লেখ করা হয়, তখন ঈমান দ্বারা উদ্দেশ্য হয় আভ্যন্তরীণ আমল। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, তাঁর প্রতি ভালোবাসা ও তাঁর ভয় ইত্যাদি অর্থ বুঝায়। আর ইসলাম দ্বারা উদ্দেশ্য হয় বাহ্যিক আমল। যেমন ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত ইত্যাদি (মাজমূঊল ফাতাওয়া, ১৩তম খণ্ড, পৃ. ৭-১৫)।
প্রশ্নকারী : আল-আমীন, কাশিয়াডাঙ্গা, রাজশাহী।