উত্তর : এভাবে ছালাত ত্যাগ করা যাবে না। ছালাত যেকোন মূল্যে আদায় করতে হবে। এমতাবস্থায় অন্তত ফরয ছালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে, না পারলে বসে, তাও না পারলে শুয়ে ছালাত আদায় করতে হবে (ছহীহ বুখারী, হা/১১১৭)।
প্রশ্নকারী : জেসমিন নাহার, পুঠিয়া রাজশাহী।
ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ | ৩৬৯ বার পঠিত