উত্তর : এ ধরনের ইমামের পিছনে ছালাত আদায় করা উচিত নয়। কারণ তাবীয লটকানো শিরক (আহমাদ হা/১৭৪৫৮, সনদ ছহীহ)। আর তাবীয কখনো মানুষের বিশ্বাসকে বড় শিরকের পর্যায়ে নিয়ে যায়। মনে রাখতে হবে যে, মানুষ অথবা অন্য কিছুর উপর কুরআনের আয়াত দিয়েও তাবীয ঝুলানো হারাম। এটি আলিমগণের দু’টি কথার মধ্যে বিশুদ্ধ কথা। আর যদি কুরআন ব্যতীত অন্য কিছুর মাধ্যমে হয়, তাহলে তা আরও কঠিনভাবে নিষিদ্ধ। তাবীয ব্যবহারকারীর নিয়তের ভিন্নতার দিকে লক্ষ্য করে হুকুমের ভিন্নতা হয়ে থাকে। কখনো বড় শিরক হতে পারে, যখন ধারণা করবে যে, আল্লাহর ইচ্ছা ব্যতীত শুধু এই তাবীযের প্রভাব রয়েছে। আবার কখনো ছোট শিরক হবে, কখনো বা বিদ‘আত ও ছোট পাপের অন্তর্ভুক্ত হবে। সর্বাবস্থায় এই ধরনের কাজ করা অনুচিত এবং যিনি এই কাজ করবেন অথবা তাবীয লটকাবেন তার ইমামতি করা উচিত নয় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ফৎওয়া নং-২৭৭৫ এর প্রশ্নোত্তর-৭ দ্র.)।
প্রশ্নকারী : মাহবুব আলম খান, পশ্চিমবঙ্গ, ভারত।