উত্তর : ২০ রামাযান মাগরিবের পর ই‘তিকাফের জন্য তৈরি করা জায়গায় প্রবেশ করবে। কারণ রাসূলুল্লাহ (ﷺ) রামাযানের শেষের দশকে ই‘তিকাফ করতেন। আর শেষের দশক শুরু হয় ২০ রামাযানের সূর্য ডুবার পর থেকে (ছহীহ মুসলিম, হা/১১৭২; মির‘আত, হা/২১২৪-এর আলোচনা দ্র.; ফাতাওয়া উছায়মীন, ২০/১২০ পৃ.)। শাওয়ালের চাঁদ দেখা গেলে মাগরিবের পর ই‘তিকাফ থেকে বের হবে (ফাতাওয়া উছায়মীন, ২০/১৭০ পৃ.)। উল্লেখ্য, যে হাদীছে ফজরের পর ই‘তিকাফের জায়গায় প্রবেশের কথা বলা হয়েছে (ছহীহ মুসলিম, হা/১১৭২; মিশকাত, হা/২১০৪), তার অর্থ হল, তিনি জনগণ থেকে একাকী হতেন (ফাতাওয়া উছায়মীন, ২০/১৭০ পৃ.)।
প্রশ্নকারী : নূর ইসলাম, বাঘা, রাজশাহী।