উত্তর : রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দু‘আ করেছিলেন যে, ‘হে আল্লাহ! আবূ জাহল অথবা ওমর ইবনুল খাত্ত্বাব (রাযিয়াল্লাহু আনহু) এই দু’ ব্যক্তির মধ্যে যিনি আপনার নিকট অধিক প্রিয়, তার মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন’ (তিরমিযী, হা/৩৬৮১)। উক্ত দু‘আর কারণে আল্লাহ তা‘আলা ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছিলেন (সীরাতে ইবনে হিশাম, ১ম খণ্ড, পৃ. ৩৪৩-৩৪৪; আর রাহীকুল মাখতুম, পৃ. ১২০-১২৩)। এছাড়া অন্য যে সমস্ত কাহিনী সমাজে প্রচলিত আছে সেগুলো সঠিক নয়।
প্রশ্নকারী : রবীউল ইসলাম, নড়াইল।