উত্তর : হোমিও ঔষধ খাওয়া যাবে। তবে এর সাথে মিশ্রিত এ্যালকোহল যদি মদ হয়, তাহলে খাওয়া যাবে না। কেননা অল্প হোক বেশী হোক সকল মদ হারাম (আবূ দাঊদ, হা/৩৬৮১; মিশকাত, হা/৩৬৪৫, সনদ হাসান ছহীহ)। উল্লেখ্য, সকল এ্যালকোহল মদ নয়। কেননা এ্যালকোহল একটি ঔষধি পরিভাষা। সুতরাং এ্যালকোহল থাকলেই যে সেটা হারাম এমনটি নয়। বরং দেখতে হবে যে, তার মধ্যে হারাম কোন উপাদান আছে কিনা। যদি হারাম থাকে, তাহলে খাওয়া হারাম হবে আর যদি না থাকে তাহলে কোন সমস্যা নেই (উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১১তম খণ্ড, পৃ. ২৫৬-২৬০)।
প্রশ্নকারী : আব্দুর রহীম, পাবনা।