উত্তর : উক্ত বক্তব্য মিথ্যা ও বানোয়াট। মুহাররমকে কেন্দ্র করে এ ধরনের আরো অনেক মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে। এগুলো শী‘আ রাফেযীরা বাজারজাত করেছে (ফাতাওয়া ইবনে তায়মিয়াহ, ২৫/৩১০ পৃ.)। এগুলো প্রচার করা হারাম। ইসলামী শরী‘আতের উপর মিথ্যা অপবাদ দেয়ার শামিল।
প্রশ্নকারী : সাখাওয়াত, দিনাজপুর।