উত্তর : এভাবে মানত করার কোন দলীল পাওয়া যায় না। তবে শুকরিয়া সিজদা ও ছাদাক্বা করার কথা পাওয়া যায় (বুখারী হা/২৭৫৭)। নবী (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার নযর মানে, সে যেন (তা পুরা করে) তার আনুগত্য করে এবং যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করার নযর মানে, সে যেন (তা পূরণ না করে এবং) তাঁর অবাধ্যতা না করে’ (ছহীহ বুখারী, হা/৬৬৯৬)। তবে নজর (মানত) মানা নিন্দনীয় কাজ, যা অন্য হাদীছ দ্বারা প্রমাণিত। আর মানলে তা অবশ্যই পূরণ করতে হবে।
প্রশ্নকারী : শামীম আখতার।