উত্তর : পেশাবের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ পেশাবের কারণে করলে কবরে শাস্তি প্রদান করা হবে (ছহীহ বুখারী, হা/২১৮)। তাই পেশাবের ফোঁটা শরীর বা কাপড়ে লাগলে এবং বুঝতে পারলে তা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে (ছহীহ বুখারী, হা/২২৩, ৬০২৫)। সেই সাথে ওযূ শেষে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতে হবে (আবূদাঊদ, হা/১৬৮)। আর অসতর্কতার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ (সূরা যুমান ৫৩)।
প্রশ্নকারী : আব্দুল মমিন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।