উত্তর : উক্ত দাবী সঠিক নয়। বরং কেটে ফেলতে হবে, গুটিয়ে রাখা যাবে না। টাখনুর নিচে কাপড় পরিধানের যে শাস্তি তা প্রত্যেক মুমিন পুরুষের জেনে রাখা উচিত। রাসূল (ﷺ) বলেন, টাখনুর নিচ অংশে যতটুকু কাপড় যাবে ততটুকু জাহান্নামে যাবে (ছহীহ বুখারী, হা/৫৭৮৭)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, টাখনুর নিচে যে কাপড়ই যাক না কেন, তা পাইজামা, লুঙ্গী, পাঞ্জাবী, যুব্বা বা এ জাতীয় যে কাপড়ই হোক তা জাহান্নামে যাওয়ার কারণ হবে (ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব, ১৪/১২৮ পৃ.)। একজন মুমিন ব্যক্তি এ ধরনের পোশাক পরা থেকে একেবারেই বিরত থাকবে; বরং তাক্বওয়াপূর্ণ পোশাকই পরিধান করবে (সূরা আর-আ‘রাফ : ২৬)। জাহান্নামের আগুনের ভয় থাকলে সে সর্বদা ছোট করেই পোশাক তৈরি করবে বা ক্রয় করবে। আর এটা শুধু ছালাতের সময় প্রযোজ্য নয়; বরং কোন সময়ই টাখনুর নিচে কাপড় পরিধান করতে পারবে না। মনে রাখা আবশ্যক যে, দলীল জানার পর যুক্তি পেশ করা শয়তানী স্বভাব।
প্রশ্নকারী : আবূ সাঈদ সাকিব, রংপুর।