উত্তর : কুরআন মাজীদে চুমা দেয়া যাবে না। কারণ কুরআন মাজিদ এমন কোন বস্তু নয় যাকে চুমা দেয়া, আদর করা বা বুকের সাথে চেপে ধরতে হবে। বরং কুরআন যে উদ্দেশ্যে নাযিল হয়েছে সেটা হল- তেলাওয়াত এবং তার বিধানগুলো মেনে চলা, তার ব্যাপারে যত্নবান হওয়া। তবে আল্লাহর কালাম হিসাবে কুরআনের প্রতি বিশেষ যত্নবান হতে হবে, যাতে করে তার কোন প্রকার অসম্মান, অবহেলা না হয় এবং কুরআনের পাতা যত্রতত্র যেন পড়ে না থাকে। কুরআন মাজীদকে চুমু দেয়ার ব্যাপারে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘চুমু দেয়াতে কোন সমস্যা নেই, তবে উত্তম হল- না দেয়া। কারণ তার দলীল নেই। এ বিষয়ে ইকরিমা (রাহিমাহুল্লাহ) কুরআনকে চুমু দিতেন আর বলতেন এটা আল্লাহর কালাম’ এ মর্মে বর্ণিত হাদীছের কোন তথ্য পাওয়া যায় না (ইবাদত সম্পৃক্ত আধুনিক মাস‘আলা, ১ম খণ্ড, পৃ. ১)। ‘ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা’তেও দলীল না থাকার কারণে কুরআন মাজীদে চুমা না দেয়াকেই উত্তম বলা হয়েছে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ফৎওয়া নং-৪১৭২)।
প্রশ্নকারী : জাহিদ বিন আনোয়ার, গাইবান্ধা