উত্তর : অনেক বিদ্বান গরীব-মিসকীনদের প্রতি দয়ার মনোভাব প্রকাশ করে রৌপ্যের হিসাবে যাকাত দেয়াকেই উত্তম বলেছেন। কারণ গরীবদের জন্য এটা অধিক উপকারী (ফাতাওয়া আল-লাজানা আদ-দায়েমা, ৯/২৫৪, ২৫৭ পৃ., ফৎওয়া নং-১৮৮১)। বর্তমানে যেহেতু রৌপ্যের নিছাবের মূল্য স্বর্ণের নিছাবের মূল্যের চেয়ে কম, তাই রৌপ্যের নিছাবের ভিত্তিতে কাগুজে মুদ্রার নিছাব নির্ধারণ করা হবে। তাই কোন ব্যক্তির মালিকানাধীন মুদ্রা যদি রৌপ্যের নিছাবের মূল্যে পৌঁছে তাহলে তিনি যাকাত পরিশোধ করবেন। রৌপ্যের নিছাব প্রায় ৫৯৫ গ্রাম। তাই এ পরিমাণ সম্পদের মালিক চল্লিশ ভাগের একভাগ যাকাত আদায় করবেন। তথা তার কাছে যত মুদ্রা আছে সেটার বর্ষপূর্তি হলে প্রত্যেক এক হাজারে ২৫ টাকা হারে যাকাত আদায় করবেন (ফাতাওয়া সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৭৯৫)। তবে অন্যান্য বিদ্বানের মতে স্বর্ণের নিছাব উত্তম। কারণ নবী করীম (ﷺ)-এর যুগের পরে রৌপ্যের মূল্যে ব্যাপক পরিবর্তন ঘটে (ফিক্বহুয যাকাত, ১/২৬৩-২৬৪)। বর্তমানে তা এমন নিচে পড়ে গেছে যে, তাতে শরী‘আতের নিছাব কোন উল্লেখযোগ্য জিনিসের সমান হয় না।
প্রশ্নকারী : কাবীরুল ইসলাম, কুষ্টিয়া।