উত্তর : যেসকল তাসবীহ ১০০ বার পড়তে হয় তা ধারাবাহিকভাবে একত্রে পড়াই উত্তম। কারণ বিলম্ব হলে ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভিন্ন ভিন্ন সময়ে ভাগ করে পড়াও জায়েয। এমনকি কিছু দিনের শুরুতে এবং বাকিগুলো দিনের শেষে পড়লেও চলবে (ইমাম নববী, শারহু ছহীহ মুসলিম, ১৭/১৭ পৃ.)।
প্রশ্নকারী : রাকা সুলতানা, পাবনা।