উত্তর : এ জন্য সাহু সিজদা দিতে হবে না। কারণ ভুলের সিজদা দিতে হয় কোন ওয়াজিব ছুটে গেলে বা কোন রাক‘আত সংখ্যা কম-বেশি বা সন্দেহ হলে। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ ধরনের ভুলের জন্য সাহু সিজদা আবশ্যক নয়; বরং যাদের অশুদ্ধ এবং ভুল আছে তাদের দ্রুত সময়ের মধ্যে শুধরিয়ে নেয়া বা তাজবীদ ঠিক করে নেয়া উচিত’ (সূরা আল-মুযযাম্মিল : ৪)। কোন আয়াত ভুলক্রমে বাদ পড়লে বা কোন অংশ ছুটে গেলে এ জন্য সাহু সিজদা দিতে হবে না, তার ছালাতেরও কোন ক্ষতি হবে না; ছালাত ঠিক হবে’ (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ২/৭৮৩ পৃ.)।
প্রশ্নকারী : মুহাম্মাদ মুনির, ঢাকা ক্যান্টনমেন্ট।