উত্তর : হ্যাঁ, মহিলারা ইক্বামত দিয়ে ছালাত আদায় করবে। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা)-কে একদা জিজ্ঞেস করা হল যে, هَلْ عَلَى النِّسَاءِ أَذَانٌ ؟ فَغَضِبَ قَالَ أَنَا أُنْهِي عَنْ ذِكْرِ اللهِ ‘মহিলাদের উপর আযান আছে কি? তিনি রেগে গিয়ে বলেন, আমি আল্লাহর যিকর করতে মানা করব কি?’ (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৩৩৮; তামামুল মিন্নাহ, পৃ. ১৫৩)। হাফছা (রাযিয়াল্লাহু আনহা) যখন ছালাত আদায় করতেন, তখন ইক্বামত দিতেন’ (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৩৩৯)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, أَنَّهَا كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيْمُ وَتَؤُمُّ النِّسَاءَ وَتَقُوْمُ وَسَطَهُنَّ ‘নিশ্চয় তিনি আযান দিতেন, ইক্বামত দিতেন এবং মহিলাদের ইমামতি করতেন। এ সময় তিনি কাতারের মাঝে দাঁড়াতেন’ (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৫১৩৯; সনদ ছহীহ, আলবানী, তামামুল মিন্নাহ, পৃ. ১৫৩)।