উত্তর : না। মহান আল্লাহ বলেন, ‘কোন বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না’ (সূরা ফাতির : ১৮)। তবে মৃতব্যক্তি যদি পরিবারকে তার মৃত্যুর পর কান্নার জন্য অছীয়ত করে যায় বা কান্না করার প্রতি সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে মৃতব্যক্তিকে শাস্তি দেয়া হবে (ছহীহ বুখারী, হা/১২৮৭; মিশকাত, হা/১৭৪২)। তাই মৃত্যুর পূর্বেই পরিবারকে অছীয়ত করা উচিত, যেন কেউ বুক চাপড়িয়ে চিৎকার করে কান্নাকাটি না করে।
প্রশ্নকারী : জাহিদ, গাইবান্ধা।