উত্তর : ওযূ অবস্থায় সালাম দেয়া, সালামের জাওয়াব দেয়া এবং প্রয়োজনীয় কথা বলা সবই জায়েয। তবে ওযূর শেষে জাওয়াব দেয়া এবং কথা বলাটাই অধিক উত্তম। যেমনটি ইমাম নববী (রাহিমাহুল্লাহ), শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেছেন (আল-মাজমূঊ, ১/৪৯০-৪৯১; ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ইবনে বায, ৫/৫৭; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০/১৫৫ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২১২৪৫২)।
প্রশ্নকারী : মুহাম্মাদ শাহিন, চরফ্যাশন, ভোলা।