উত্তর : বর্ণনাটি জাল (আল-ফাওয়াইদুল মাজমূ‘আহ ফিল আহাদীছিল মাওযূ‘আহ হা/১১৫-এর আলোচনা দ্রঃ, পৃঃ ৫৪)। উল্লেখ্য যে, সম্পূর্ণ মিথ্যা ও উদ্ভট বর্ণনার আলোকে রামাযানের শেষ জুমু‘আকে ‘জুম‘আতুল বিদা’ নাম দিয়ে পালন করা হয়। মসজিদের ইমাম ও বিদ‘আতী আলেমরা শরী‘আতের দোহায় দিয়ে এই বিদ‘আতী প্রথা চালু রেখেছে। সাধারণ শিক্ষিত মানুষগুলোও এই মিথ্যা স্রোতে ভেসে যান। যাচাইয়ের কোন প্রয়োজন মনে করেন না।
প্রশ্নকারী : মালিহা, সিলেট।