উত্তর : হারাম হবে। কেননা ব্যবসা হালাল হওয়ার জন্য ব্যবসায়িক পণ্য মূলগত বা শর্তগতভাবে বৈধ ও পবিত্র হতে হবে। ইসলাম যাবতীয় কল্যাণকর ও পবিত্র বস্তুকে হালাল করেছে আর অপবিত্র বস্তুকে হারাম করেছে (সূরা আল-আ‘রাফ : ১৫৭)। আল্লাহ তা‘আলা মানব জাতিকে সম্বোধন করে হালাল ও পবিত্র যা রয়েছে, তা থেকে আহার করতে বলেছেন (সূরা আল-বাক্বারাহ : ১৬৮)।
উক্ত আয়াতের আলোকে বলা যায় যে, শুধু হালাল হলেই চলবে না; বরং তা অবশ্যই পবিত্র হতে হবে। এখানে ‘তাইয়্যিব’ বা পবিত্র বলতে ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত উদ্দেশ্য। অর্থাৎ এমন উপায় অবলম্বন করতে হবে, যা মূলগত ভাবেই নির্ভেজাল, খাঁটি ও পবিত্র। অবশ্য অধিকাংশ মুফাসসির আয়াতে ‘হালাল’ শব্দ দ্বারা মূলগত বৈধতার এবং ‘তাইয়্যিব’ দ্বারা পদ্ধতিগত বৈধতার অর্থ গ্রহণ করেছেন (তাফসীরে সা‘আদী, পৃ. ৮০)।
প্রশ্নকারী : জাহিদ হাসান, পাবনা।