উত্তর : প্রচলিত ইলিয়াসী তাবলীগে যাওয়া যাবে না। কেননা এটি ইলিয়াস ছাহেবের মিথ্যা স্বপ্নের উপর ভিত্তি করেই এর সূচনা হয়েছে (মালফূযাতে হযরত মাওলানা মুহাম্মাদ ইলিয়াস, পৃ. ৫১, অনুচ্ছেদ-৫০)। এই ফের্কার কিছু নীতিমালা রয়েছে, যা শরী‘আত সম্মত নয়। যেমন, চিল্লা প্রথা, গাশত করা, কাশফ, বিভ্রান্ত ছয় উছূল, বিশ্ব ইজতেমা ও আখেরি মুনাজাত। এছাড়া তারা অসংখ্য ভ্রান্ত আক্বীদায় বিশ্বাসী। যেমন, তারা মাযহাবপন্থী, ছূফী তরীকায় বিশ্বাসী, আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমানে বিশ্বাসী, হায়াতুন্নবীতে বিশ্বাসী, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পেশাব-পায়খানা পবিত্র বলে বিশ্বাস করে এবং তাদের নিকট জাল, যঈফ ও ত্রুটিপূর্ণ হাদীছও গ্রহণযোগ্য বলে বিবেচিত (বিস্তারিত দ্র. : ভ্রান্তির বেড়াজালে ইক্বামতে দ্বীন’ শীর্ষক বই)।
প্রশ্নকারী : আনোয়ার, নওদাপাড়া, রাজশাহী।