উত্তর : ক্বদরের রাত্রির জন্য বিশেষ কোন ছালাতের কথা হাদীছে বর্ণিত হয়নি। তাই অন্যান্য রাতের মতই ছালাত আদায় করবে। তবে ক্বদরের রাত্রিগুলোতে ছালাতকে বেশী বেশী কুরআন তেলাওয়াত, দীর্ঘ রুকূ ও সিজদার মাধ্যমে দীর্ঘ করতে হবে। যেমন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিনদিন করেছিলেন (তিরমিযী, হা/৮০৬; মিশকাত, হা/১২৯৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/১২২৪, ৩/১৪৯-৫০ পৃ.)। বেশী বেশী ছালাত আদায়ের কোন সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রামাযান বা রামাযানের বাইরের রাত্রিতে ১১ রাক‘আতের অধিক নফল ছালাত আদায় করেননি’ (ছহীহ বুখারী, হা/২০১৩, ইফাবা হা/১৮৮৬, ৩/২৯৭ পৃ.)।
প্রশ্নকারী : রওশন, খুলনা।