উত্তর : না, কোন ব্যক্তি নফল ছালাত ছাড়ার কারণে গুনাহগার হবেন না। তবে অবশ্যই তিনি বড় ধরণের ফযীলত থেকে বঞ্চিত হবেন (ছহীহ মুসলিম হা/৭২৮, ১/২৫১ পৃ., (ইফাবা হা/১৫৬৪), ‘মুসাফিরের ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-১৫; তিরমিযী, হা/৪১৫; মিশকাত, হা/১১৫৯, পৃ. ১০৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/১০৯১, ৩/৯০ পৃ.)। কেননা প্রতিটি নফল ছালাতের ব্যাপারে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বিশেষ বিশেষ ফযীলতের কথা বর্ণিত হয়েছে (ছহীহ মুসলিম, হা/৭২৫, ১/২৫১ পৃ.; মিশকাত, হা/১১৬৪, পৃ. ১০৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/১০৯৬, ৩/৯২ পৃ.)। তাই নফল ইবাদতের গুরুত্ব অনেক। যেমন ক্বিয়ামতের দিন ফরয ইবাদতের ঘাটতি হলে আল্লাহর হুকুমে নফল ইবাদতের নেকী দ্বারা তা পূর্ণ করা হবে (আবূ দাঊদ, হা/৮৬৪; তিরমিযী, হা/৪১৩; নাসাঈ, হা/৪৬৫, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আলমগীর, চব্বিশ পরগনা, ভারত।