উত্তর : শরী‘আতের মূলনীতি হল- সৃষ্টিগতভাবেই যার সমুদ্রে বসবাস এমন প্রাণী খাওয়া বৈধ (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ২২তম খণ্ড, পৃ. ৩১৩)। এই মূলনীতির আলোকে উক্ত মাছ খাওয়া বৈধ। এছাড়া রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, هُوَ الطَّهُوْرُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ ‘সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত হালাল’ (আবূ দাঊদ, হা/৮৩; তিরমিযী, হা/৬৯; ইবনু মাজাহ, হা/৩৮৬; মিশকাত, হা/৪৭৯, সনদ ছহীহ)। তবে মাছ মারা গিয়ে পানির উপর ভেসে উঠলে তা খাওয়া নিষেধ হওয়া সংক্রান্ত হাদীছ ছহীহ নয় (সিলসিলাহ ছহীহাহ, হা/৪৮০, ১ম খণ্ড, পৃ. ৮৬৪; আলবানী, মাজমূঊ ফাতাওয়া, পৃ. ২১১)।
প্রশ্নকারী : রেযওয়ান, গাইবান্ধা।