উত্তর : উক্ত বক্তব্য সঠিক। রাসূল (ﷺ) বলেন,
إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ جَعَلَهُ اللهُ لِلْمُسْلِمِينَ فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ، وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ ، وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ
‘নিশ্চয় আল্লাহ তা‘আলা মুসলিমদের জন্য জুম‘আর দিনকে ঈদের দিন হিসাবে মনোনীত করেছেন। সুতরাং জুম‘আয় শরীক হবে সে যেন গোসল করে নেয়। আর সুগন্ধি থাকলে, সে সুগন্ধি ব্যবহার করবে। আর তোমরা অবশ্যই মিসওয়াক করবে (ইবনু মাজাহ হা/১০৯৮, সনদ হাসান)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আহমাদ, কিশোগঞ্জ।