প্রশ্ন (২৩) : জনৈক বক্তা বলেন, ‘যে অসুস্থ অবস্থায় মারা গেছে, সে শহীদ হয়ে মারা গেছে। তাকে কবরের আযাব দেয়া হবে না এবং সকাল-সন্ধ্যায় তাকে জান্নাতের রিযিক দেয়া হবে’। উক্ত বর্ণনা কি সঠিক?
উত্তর : বর্ণনাটি জাল। এর সনদে ইবরাহীম বিন মুহাম্মাদ নামে একজন মিথ্যুক রাবী আছে (যঈফ ইবনে মাজাহ, হা/১৬১৫; সিলসিলা যঈফাহ, হা/৪৬৬১; যঈফুল জামে‘, হা/৫৮৫০)।