উত্তর : জানাযা পড়তে হবে। কারণ চার মাস পরে বাচ্চা পড়ে গেলে তারও জানাযা পড়ার কথা হাদীছে এসেছে। রাসূল (ﷺ) বলেছেন, اَلسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ ‘অকালপ্রসূত ভ্রুণ বা অপূর্ণাঙ্গভাবে প্রসবিত বাচ্চার জানাযার ছালাত আদায় করতে হবে এবং তার পিতা-মাতার জন্য ক্ষমা ও রহমাতের দু‘আ করতে হবে’ (আবূ দাঊদ, হা/৩১৮৯; সনদ ছহীহ)। যেহেতু চার মাসে ভ্রুণের মধ্যে রূহ বা আত্মা দেয়া হয় তাই তার উপর জানাযার ছালাত আদায় করতে হবে (কাশশাফুল ক্বিনা, ২/১০১; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৩১৯৮)। আর চার মাস হওয়ার আগেই যদি বাচ্চা পড়ে যায়, তার জানাযার ছালাত আদায় করতে হবে না। কেননা এখনো তার মধ্যে রূহ বা আত্মা দেয়া হয়নি (আল-মাজমূঊ, ৫/২৫৫; বাদায়িউছ ছানায়ী, ১/৩০২; আত-তাজ ওয়াল ইকলীল, ২/২৪০; কাশশাফুল ক্বিনা‘, ২/১০১; আল-মুগনী, ২/৩৮৯)।
প্রশ্নকারী : বশীর, ভারত।