প্রশ্ন (১৯): জনৈক বক্তা বলেন যে, ‘জান্নাতে একটি কনফারেন্স হবে। সেই কনফারেন্সের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। আর সেখানে উপস্থিত থাকবেন আমাদের নবী (ﷺ) ও নূহ (আলাইহিস সালাম)। আর পরিশেষে আল্লাহ তা‘আলা কুরআন তেলাওয়াত করবেন’। উক্ত বক্তব্য কি সঠিক?
উত্তর : এগুলো বিদ‘আতী মোল্লাদের বানানো কিচ্ছাকাহিনী। শরী‘আতের সাথে এর কোন সম্পর্ক নেই। এ ধরনের মিথ্যা কাহিনী প্রচার করা হারাম (সূরা আল-আ‘রাফ: ৩৩; ছহীহ বুখারী, হা/১০৯)।