উত্তর: উক্ত বক্তব্য সঠিক নয়। কারণ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনে ৪টি ওমরা করেছেন, ৪টিই হজ্জ করার পূর্বে এবং যুলকা‘দা মাসে (ছহীহ বুখারী, হা/১৭৮০)। বক্তা হয়তো জানেন না যে, তামাত্তু হজ্জের নিয়ত করলে প্রথমে ওমরা করতে হয়, অতঃপর হজ্জ সম্পাদন করতে হয়।
প্রশ্নকারী : হাসীবুর রহমান, সিরাজগঞ্জ।