উত্তর : জাবির (রাযিয়াল্লাহু আনহু) বলেন, أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ (الم تَنْزِيْلُ) وَ (تَبَارَكَ الَّذِيْ بِيَدِهِ الْمُلْكُ) ‘নবী (ﷺ) সূরা আলিফ লাম-মীম তানযীল ও সূরা ‘তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক’ না পাঠ করে ঘুমাতেন না’ (তিরমিযী, হা/২৮৯২, সনদ ছহীহ)। হাদীছে ঘুমের পূর্বে পড়ার কথা বর্ণিত হয়েছে, তবে বিশেষ কারণে মাঝে মধ্যে অন্য সময়ে পড়লেও পূর্ণ নেকী পাবে ইনশাআল্লাহ।
প্রশ্নকারী : নাযীফ, ময়মনসিংহ।