উত্তর : হিজরী চান্দ্রবর্ষের নবম মাসের আরবী নাম রামাযান। ফারসী, উর্দূ, হিন্দি ও বাংলা উচ্চারণে এটি হয় রামাযান। রামাযান বা রমযান শব্দের অর্থ হল প্রচণ্ড গরম, সূর্যের খরতাপে পাথর উত্তপ্ত হওয়া, সূর্যতাপে উত্তপ্ত বালু বা মরুভূমি, মাটির তাপে পায়ে ফোসকা পড়ে যাওয়া, পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া, কাবাব বানানো, ঘাম ঝরানো, চর্বি গলানো, জ্বর, তাপ ইত্যাদি। রামাযানে ক্ষুধা-তৃষ্ণায় ছিয়াম পালনকারীর পেটে আগুন জ্বলে; পাপতাপ পুড়ে ছাই হয়ে ছিয়াম পালনকারী নিষ্পাপ হয়ে যায়; তাই এ মাসের নাম রামাযান (আল-মু‘জামুল ওয়াসীত্ব, ১ম খণ্ড, পৃ. ৩৭৩; আল-ক্বামূসুল মুহীত্ব, পৃ. ৮৩১)।
রাযামানের উদ্দেশ্য : সকল উম্মতের উপর ছিয়াম শরী‘আতসিদ্ধ ইবাদত। এটির সবচেয়ে বড় উদ্দেশ্য হল তাক্বওয়া অর্জন করা, আত্মশুদ্ধি, বানী আদমের শয়তানের প্রবাহিত কষ্ট থেকে রক্ষা, গরীবদের প্রয়োজন ধনীদের উপলব্ধি ইত্যাদি।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, ভারত।