উত্তর : না। কারণ পুরা মাসই রহমত, বরকত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস (ছহীহ বুখারী, হা/১৮৯৮, ইফাবা হা/১৭৭, ৩/২৪৫ পৃ. ও ৩২৭৭; ছহীহ মুসলিম, হা/১০৭৯; মিশকাত, হা/১৯৫৬; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৮৬০, ৪/২১৭-১৭)। তবে ভাগ করার প্রমাণে যে হাদীছ সমাজে চালু আছে, তা মুনকার বা প্রত্যাখ্যাত (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/৩৩৩৬; সিলসিলা যঈফাহ, হা/১৫৬৯; মিশকাত, হা/১৯৬৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৮৬৮, ৪/২১৭-১৮ পৃ.)।
প্রশ্নকারী : তারিক হাসান, রাজশাহী।