উত্তর : যদি প্রাপ্তবয়স্কা না হয়, তাহলে তার ছালাত ছহীহ হবে। যেহেতু নবী (ﷺ)-এর বাণী হচ্ছে, ‘খিমার বা ওড়না ছাড়া কোন হায়েযবতী নারীর ছালাত আল্লাহ কবুল করেন না’ (আবূ দাঊদ, হা/৬৪১; মিশকাত, হা/৭৬২, সনদ ছহীহ)। এই হাদীছটি প্রমাণ করছে যে, হায়েযবতী নারী তথা বালেগ না হলে সে মেয়ের ওড়না ছাড়া ছালাত পড়তে আপত্তি নেই। কিন্তু ওড়নাসহ ছালাত পড়া উত্তম ও পরিপূর্ণতা; যদি সে সাত বছর বা ততোধিক বয়সী মেয়ে হয়। আর এর চেয়ে কম বয়সী ছেলে বা মেয়ে ছালাত পড়ার বয়সী হয় না। যেহেতু নবী (ﷺ) বলেছেন, ‘তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে ছালাত পড়ার নির্দেশ দাও। দশ বছর বয়সে তাদেরকে ছালাতের জন্য প্রহার কর এবং তাদের জন্য আলাদা আলাদা বিছানার ব্যবস্থা কর’ (মাজমূঊ ফাতাওয়া লিইবনি বায, ২৯/২০০ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৩৪৩১)।
প্রশ্নকারী : রাশেদুল ইসলাম, কুষ্টিয়া।