উত্তর : এভাবে বলা যাবে না। জেনে রাখা উচিত যে, আমরা যাই চাই না কেন, মহান আল্লাহ না চাইলে তা কখনোই হবে না। মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন’ (সূরা আত-তাকবীর-২৯)। রাসূল (ﷺ) ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-কে লক্ষ্য করে বলছেন, আর জেনে রেখ, যদি সকল উম্মতও তোমার কোন উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই করতে পারবে, যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। অপরদিকে যদি সকল উম্মত তোমার কোন ক্ষতি করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু ক্ষতিই করতে পারবে, যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। কারণ কলম তুলে নেয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে (তিরমিযী, হা/২৫১৬, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : যাকির, কলারোয়া, সাতক্ষীরা।