উত্তর : মিথ্যা বলা কবীরা গুনাহ। আর একটি মিথ্যা থেকে পলায়ন করে অন্য একটি হারাম কাজের আশ্রয় নেয়া যাবে না। ঋণ পরিশোধ করার কোন হালাল পন্থা অবলম্বন করতে হবে। একান্তই কোন পন্থা না পাওয়া গেলে এবং ঋণ পরিশোধের জন্য পাওনাদারদের পক্ষ হতে যথেষ্ট অবকাশ না পেলে যাকাতের সম্পদ গ্রহণ করে ঋণমুক্ত হওয়া বৈধ (সূরা আত-তাওবা : ৬০)।
প্রশ্নকারী : হামিদুল ইসলাম, লালমনিরহাট।