উত্তর : এমতাবস্তায় ইমামের ৩য় ও ৪র্থ রাক‘আত হলেও মুক্তাদির জন্য ১ম রাক‘আত ও ২য় রাক‘আত। তাই মুক্তাদিকে ৩য় ও ৪র্থ রাক‘আতে সাধারণত যা পড়তে হয় মুছল্লীও তাই বলবে অর্থাৎ শুধু সূরা ফাতিহা পড়বে। যদি কেউ অন্য সূরা পড়তে চাই, তাহলে তাতে কোন বাধা নেই। আবূ ক্বাতাদাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যোহর-আছর ছালাতে প্রথম দুই রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তেন। আর শেষ দুই রাক‘আতে শুধু সূরা ফাতিহা পড়তেন (ছহীহ বুখারী, হা/৭৫৯; ছহীহ মুসলিম, হা/৪৫১)। অন্য হাদীছে আবূ সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যোহর আছর ছালাতের প্রথম দুই রাক‘আত ৩০ আয়াতের মত পড়লেন এবং শেষ দুই রাক‘আতে ১৫ আয়াতের সমান পড়লেন অথবা অর্ধেক পড়লেন (ছহীহ মুসলিম, হা/৪৫২)। উপরিউক্ত হাদীছ দু’টি নিয়ে মুহাদ্দিছদের বক্তব্য হল- যোহর-আছরের প্রথম দুই রাক‘আতে কিরাআত আবশ্যক আর পরের দুই রাক‘আতে কিরাআত আবশ্যক নয়; বরং জায়েয (শারহু মুমতি‘, ৩য় খণ্ড, পৃ. ২১৫)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, চুয়াডাঙ্গা।