উত্তর : হাদীছটি ছহীহ। হুযাইফাহ ইবনুল ইয়ামান (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, فَضْلُ العِلْمِ خَيْرٌ مِنْ فَضْلِ العِبادَةِ، وخَيْرُ ديْنِكُمُ الوَرَعُ ‘ইলমের আধিক্য ইবাদতের আধিক্যের চেয়ে অধিক উত্তম। আর তোমাদের সর্বোত্তম দ্বীন হল- পরহেযগারিতা (ওয়ারা)’ (বাযযার, হা/২৯৬৯; হাকিম, হা/৩১৭; মু’জামুল আওসাত্ব, হা/৩৯৬০; শু’আবুল ঈমান, হা/৫৭৫১)। এ হাদীছ সম্পর্কে শাইখ আল্লামা মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) হাদীছটিকে ‘সহীহ’ বলেছেন (হিদায়াতুর রুওয়াত, হা/২৪৬; ছহীহুল জামি‘, হা/১৭২৭, ৪২১৪; ছহীহুত তারগীব, হা/৬৮, ১৭৪০)।
প্রশ্নকারী: আব্দুর রব্ব, বরিশাল।