উত্তর : কবর যিয়ারত করা সুন্নাত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমি ইতিপূর্বে তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন যিয়ারত করার নির্দেশনা দিচ্ছি (ছহীহ মুসলিম, হা/৯৭৭; মিশকাত, হা/১৭৬২)। কবর যিয়ারতের নিয়ম হল- যেকোন দিন যেকোন সময় কবরের কাছে গিয়ে প্রথমে যিয়ারতের দু‘আ পড়া, অতঃপর ক্বিবলামুখী হয়ে হাত তুলে একাকী কবরবাসীর জন্য ক্ষমা চাওয়া (মুসলিম, হা/৯৭৪)। যিয়ারতের দু‘আ হল-
اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ لَلَاحِقُوْنَ أَسْأَلُ اللّٰهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
‘সালাম বর্ষিত হোক মুমিন ও মুসলিমের বাসস্থানের অধিবাসীদের প্রতি! আর আল্লাহ আমাদের রহম করুন যারা প্রথমে চলে গেছে আর যারা পরে আসবে তাদের উপর। ইনশাআল্লাহ আমরাও শীঘ্রই তোমাদর সাথে মিলিত হব। আমি আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি’ (ছহীহ মুসলিম, হা/৯৭৫; মিশকাত, হা/১৭৬৪)। উল্লেখ্য যে, এ সময় হাদীছে বর্ণিত দু‘আ অথবা নিজ ভাষায় দু‘আ করা যাবে (ছহীহ মুসলিম, হা/৯৭৪; মিশকাত, হা/১৭৬৭)।
প্রশ্নকারী : ফাহমিদ, টাঙ্গাইল।