উত্তর : হালাম-হারামের মানদণ্ডে একজন মুমিন সর্বদা খেয়াল করবে কোনটা হালাল আর কোনটা হারাম। তাই কোন খাদ্য গ্রহণ করার পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে তা হালাল কি না। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট’ (ছহীহ বুখারী, হা/৫২)। অন্যের গাছের ফল অনুমতি ছাড়া খাওয়া জায়েয নয়। তবে মালিকের পক্ষ থেকে অনুমতি থাকলে তা খাওয়া হালাল হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তা বিক্রি করে দেয় তাহলে বর্তমানে ক্রেতাই তার মালিক। আর বিক্রি না করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মালিক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে ছাত্র-শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারী খেতে পারবে। তবে সঙ্গে নিয়ে যেতে পারবে না (আবূ দাঊদ, হা/২৬১৯, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : শাহেদ আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।