উত্তর : যাবে। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) কখনো কখনো এরূপ করতেন। খত্বীব বা ইমাম আগমনের পূর্বে তিনি পঠনপাঠনের কাজ করতেন। অতঃপর যখন আযান দেয়া হত তখন তিনি বন্ধ করে দিতেন। ধারাবাহিকভাবে এমন করা অনুচিত। পক্ষান্তরে পঠনপাঠনের কাজ ছেড়ে দিয়ে ঐ সময়ে নিম্নস্বরে কুরআন তিলাওয়াত, যিকির-আযকার ও দু‘আ করা বেশি ভালো। তবে মাঝেমধ্যে এমন ঘটে যাওয়াটা দোষনীয় নয় (ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব ইবনে বায, অফিসিয়াল ওয়েবসাইট https://binbay.org.sa/fatwas/9528/%D8%)।
প্রশ্নকারী : আবূ বকর, কোর্ট বাজার, রাজশাহী।