উত্তর : করা যাবে। ইসলামের মূলনীতি হল, মহান আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ) যা হারাম করেছেন, তা ব্যাতীত সবই হালাল। এগুলো ক্রয়-বিক্রয়ের ব্যাপারে যেহেতু কোন নিষেধাজ্ঞা আসেনি তাই এগুলো ক্রয়-বিক্রয়ে কোন বাধা নেই (সূরা আল-আন‘আম : ১১৯; মাজমূঊল ফাতাওয়া ইবনে তায়মিয়্যাহ, ২১/৫৩৬ পৃ.)।
প্রশ্নকারী : মাহী, রাজশাহী।