উত্তর : ক্যামেরার মাধ্যমে যে সকল ছবি তোলা হয় তাতে সুস্পষ্টভাবে কোন প্রতিকৃতি অথবা, পরিপূর্ণ কোন আকার ধারণ করা হয় না। বরং সেগুলো প্রতিচ্ছায়া মাত্র (উছাইমীন, মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১২তম খণ্ড, পৃ. ৩২৫)। তাই ক্যামেরায় ধারণকৃত ইমেজ বা ফটোগুলোকে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ছবি বা মূর্তির আকার না দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত সেগুলো ধারণ করাতে শারঈ কোন বাধা নেই। তবে দেখার বিষয় হল- ছবি তোলার উদ্দেশ্য কী? উদ্দেশ্য যদি হয় ছবিকে সম্মান করা, তাহলে অবশ্যই তা হারাম হবে। কারণ নিষিদ্ধ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মাধ্যম ও উপকরণ ব্যবহার করাও হারাম (উছায়মীন, ফাতাওয়া রাসাইল ও মাসাইল, ২য় খণ্ড, পৃ. ২৮৫)। এছাড়া স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ছবি সংগ্রহ করাও নিষেধ (ছহীহ বুখারী, হা/৩২২৪; ছহীহ মুসলিম, হা/২১০৬)।
প্রশ্নকারী : আব্দুছ ছামাদ, চাঁপাই নবাবগঞ্জ।