উত্তর : ছিয়াম অবস্থায় স্ত্রীর সাথে স্বাভাবিক উঠা-বসা বা মেলামেশা করাতে কোন বাধা নেই। তবে সর্বদা ছিয়ামের বিষয়টি খেয়াল রাখা উচিত। স্বাভাবিক মেলামেশাতে যদি ছায়েমের বীর্যপাত হয়, তাহলে ছওম নষ্ট হয়ে যাবে। তাই ছওম অবস্থায় এ ধরণের মেলামেশা পরিহার করতে হবে। বিশেষ করে রামাযানে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিয়াম অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন। তবে তিনি তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন (ছহীহ বুখারী, হা/১৯২৭)। উক্ত হাদীছের শেষ বাক্য দ্বারা বুঝা যায় যে, এক্ষেত্রে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সাধারণ মানুষের তুলনা করলে চলবে না। সুতরাং দূরে থাকাই উত্তম।
প্রশ্নকারী : শাফীউল কারীম, গাজীপুর।