উত্তর : আমলের মধ্যে যখন দু’টি বস্তু পরিপূর্ণ অবস্থায় পাওয়া যাবে তখন তা ইবাদতে পরিণত হবে। (১) আল্লাহকে পরিপূর্ণরূপে ভালোবাসা এবং (২) আল্লাহ্র সামনে পরিপূর্ণভাবে বিনয় ও আনুগত্য প্রকাশ করা। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর যারা ঈমানদার, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে’ (সূরা আল-বাক্বারাহ : ১৬৫)। আল্লাহ তা’আলা আরো বলেন, اِنَّ الَّذِیۡنَ ہُمۡ مِّنۡ خَشۡیَۃِ رَبِّہِمۡ مُّشۡفِقُوۡنَ ‘নিশ্চয় মুমিনগণ তাদের পালনকর্তার ভয়ে সদা সন্ত্রস্ত থাকে’ (সূরা আল-মুমিনূন : ৫৭)। তিনি আরো বলেন, ‘তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত’ (সূরা আল-আম্বিয়া : ৯০)।
প্রশ্নকারী : হুমায়রা, ঢাকা।