উত্তর : ছালাতের পর অবসর সময়ে মসজিদের বাতি জ্বালিয়ে অথবা ফ্যান চালিয়ে কুরআন তেলাওয়াত করা কিংবা কুরআন হাদীছের আলোচনা করাতে কোন বাধা-নিষেধ নেই, বরং এটা পূণ্যের কাজ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যখন কোন লোকসমষ্টি আল্লাহর ঘরসমূহের মধ্যকার কোন ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর তা শিক্ষা করে, তখন ফেরেশতাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, তাদের উপর প্রশান্তি নাযিল হয়, দয়া ও অনুগ্রহ তাদের আবৃত করে নেয় এবং আল্লাহ তাঁর নিকটে অবস্থানকারীদের (ফেরেশতাদের) সাথে তাদের বিষয়ে আলোচনা করেন (ছহীহ মুসলিম, হা/২৬৯৯; আবূ দাঊদ, হা/১৪৫৫; তিরমিযী, হা/২৯৪৫; মিশকাত, হা/২০৪)।
প্রশ্নকারী : ইয়ামিন ইসলাম, জয়পুরহাট।