উত্তর: দুই ঈদের দিন ছিয়াম পালন করা নিষিদ্ধ (আবূ দাঊদ, হা/২৪১৬; ইবনু মাজাহ, হা/১৭২২)। এছাড়া যিলহজ্জ মাসের ১১, ১২ ও ১৩ তারিখে ছিয়াম রাখা নিষেধ (আবূ দাঊদ, হা/২৪১৮)। নির্দিষ্ট করে জুম‘আর দিন ছিয়াম রাখা নিষেধ (আবূ দাঊদ, হা/২৪২১)। তবে জুম‘আর দিনের আগে অথবা পরে মিলিয়ে যদি রাখা হয়, তাহলে জায়েয (ছহীহ বুখারী, হা/১৯৮৫)। এছাড়া চাঁদ উঠেছে কি-না এরূপ সন্দেহের দিনেও ছিয়াম রাখা নিষেধ (আবূ দাঊদ, হা/২৩৩৪; তিরমিযী, হা/৬৮৬)। সোম অথবা বৃহস্পতিবারে নিষিদ্ধ দিন পড়ে গেলে সেদিন ছিয়াম রাখা যাবে না।
প্রশ্নকারী : আসাদুযযামান জুয়েল, যশোর।